Top News

শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে জয়পুরহাট ২০-বিজিবিDaily Bogra

 


আলী মুর্তজা সরকার হিলি, দিনাজপুর :

বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি। কনকনে শীতে জুবুথুবু উত্তরাঞ্চলের মানুষ। সবচেয়ে বেশি কাবু শিশু বয়স্করা। এই শীতে গরম কাপড় ও বিনামূল্যে ঔষধ পেয়ে খুশি দুস্থ ও অসহায় মানুষ।

শনিবার ( ১৯ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র  বিতরণ করা হয়। এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় তাদেরকে। এসময় শিশু ও বয়স্কদের এসব সেবা দেয় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) । 

জয়পুরহাট ব্যাটালিয়ন -২০ বিজিবির আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। 

এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন -২০ বিজিবি অধিনায়ক মোহাম্মদ লে.কর্ণেল লতিফুল বারী, সহকারী পরিচালক মোঃ ইমরান হোসেন প্রমুখ। 

শীতবস্ত্র ও বিনামূল্যে ঔষধ পেয়ে বয়স্ক মহিলা রমিজা বেওয়া বলেন, বেশ কয়েক দিন থেকে খুব বাতাস আর কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে গেছি। আজ শীতবস্ত্র গরমের কাপড় (কম্বল) এবং বিনামূল্যে ঔষধ পেয়ে খুব খুশি। দোয়া করি আল্লাহ যেন তাদের (বিজিবি) ভালো করে। 

শিশু আলিফ হোসেন এর বাবা বলেন, আমাদের উত্তরাঞ্চলে খুব শীত। খবর পেয়ে ছেলেকে নিয়ে এখানে এসেছি। শীতবস্ত্র গরমের কাপড় ও বিনামূল্যে ঔষধ পেয়ে আমরা খুবই খুশি। 

এসময় ৩০০ জন শীতার্ত ও দুস্থ অসহায় বয়স্ক শিশুদের গায়ে গরমের কাপড় জড়িয়ে দেন এবং অন্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

আলী মুর্তজা সরকার 

হিলি, দিনাজপুর প্রতিনিধি

Post a Comment

Previous Post Next Post