Top News

হিলিতে বিজিবির বিশেষ অভিযানে কুপিজেসিক ইনজেকশন উদ্ধার

 


আলী মুর্তজা সরকার

 হিলি, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হিলি সীমান্তে জয়পুরহাট ব্যাটালিয়ান-২০ এর বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ফেলে যাওয়া পলিথিন ব্যাগ ১ হাজার ৯'শ ৭৫ পিচ ভারতীয় কুপিজেসিক ইনজেকশন আটক করেছে হিলি মংলা বিশেষ ক্যাম্পের বিজিবি টহল দলের সদস্যরা।

আজ সোমবার (২৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪ঃ ৩০ মিনিটে উপজেলার সাঁওতালপাড়া নামক স্থানে সীমান্তের শূন্য লাইনের ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে আসামীদের ফেলে যাওয়া পলিথিন ব্যাগ থেকে এসব ভারতীয় কুপজেসিক ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি'র টহল সদস্যরা। এসময় টহল বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে আসামিরা দ্রুত দৌড়িয়ে পালিয়ে যায় বলে জানান জয়পুরহাট ব্যাটালিয়ান-২০ বিজিবি।

বিষয়টি জয়পুরহাট ব্যাটালিয়ান (২০ বিজিবি'র পক্ষ থেকে আজ বিকেল ৫ টায় প্রেস রিলিজ এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। 

সেখানে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ান (২০ বিজিবি'র) আওতাধীন হিলি সীমান্তের মংলা বিশেষ  ক্যাম্পের বিজিবি টহলদল উপজেলার সাঁওতালপাড়া নামক স্থানে সীমান্তের শূন্য লাইনের ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তিন জন ব্যক্তিকে দেখতে পায়। এসময় টহল বিজিবি সদস্যরা ভোর রাতে তাদের দিকে এগিয়ে গেলে। সন্দেহ জনক ব্যক্তি তাদের হাতে থাকা পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। 

পরবর্তীতে বিজিবি জোয়ানরা ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া পলিথিন ব্যাগ থেকে ভারতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করেছেন। যার আনুমানিক সিজার মূল্য ২,৯৫,৫০০( দুই লাখ পঁচানব্বই হাজার ৫ শত টাকা।

Post a Comment

Previous Post Next Post