সানাউল্লাহ আস সুদাইস, হিজলা উপজেলা প্রতিনিধি :
বরিশালের হিজলা উপজেলার ১নং হরিনাথপুর ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে একদিনব্যাপী প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলটি অনুষ্ঠিত হয় ২৪ নভেম্বর ২০২৫, সোমবার বাদ আছর, ছয়গাঁও বাজার সংলগ্ন টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।অনুষ্ঠানস্থল ধর্মপ্রাণ মানুষের ঢলে পরিপূর্ণ হয়ে যায়। স্থানীয়রা জানান, এই ধরনের আয়োজন তরুণ সমাজকে ইসলামী আদর্শে শিক্ষিত ও সচেতন করার একটি শক্তিশালী মাধ্যম
মাহফিলের প্রধান অতিথি ছিলেন মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, বরিশাল–৪ আসনের হাতপাখা প্রতীকধারী এমপি পদপ্রার্থী,তিনি বলেন আমাদের দায়িত্ব শুধুমাত্র রাজনীতি নয়, বরং মানুষের কল্যাণ, ন্যায়ের প্রতিষ্ঠা এবং সমাজে নৈতিকতার উৎকর্ষ সাধন। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে হবে তিনি আরও বলেন জনগণের আস্থা ও ভালোবাসা আমাদেরকে শক্তি দিচ্ছে। আমরা জনগণের সেবা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাব।
মাহফিলের প্রধান বক্তা ছিলেন মাস্টার কে এম মাহফুজ, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা, তিনি বলেন সমাজে শান্তি, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য যুবসমাজকে সচেতন ও নৈতিকভাবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই ধরনের মাহফিল তরুণদের ইসলামী আদর্শে অনুপ্রাণিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
হাফেজ মোঃ মোস্তফা নোমান, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা তিনি বলেন এই ধরনের মাহফিল তরুণদের মন ও চেতনা বিকাশের একটি শক্তিশালী মাধ্যম। আমরা চাই তরুণরা ইসলামি নৈতিকতার পথে এগিয়ে আসুক এবং সমাজে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত হোক।
মাহফিলে উপস্থিত বিপুল জনতার মধ্যে হাতপাখা প্রতীকের প্রতি দৃঢ় সমর্থন লক্ষ্য করা গেছে,স্থানীয়রা জানান পরিবর্তন, উন্নয়ন ও সুশাসনের প্রত্যাশায় তারা প্রার্থীকে সমর্থন করছেন।
মাহফিলটি তিলাওয়াত, নসিহত ও বিশেষ দোয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।সার্বিক তত্ত্বাবধান ও আয়োজন পরিচালনা করেন স্থানীয় যুব ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, যুবসমাজকে শিক্ষিত করা এবং জনগণের মধ্যে নৈতিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে পরিচিতি লাভ করে।

Post a Comment