Top News

নদী বাঁচাও আন্দোলনের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

 


খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি : 

পঞ্চগড় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

নদী হবে প্রবহমান দখল ও দূষন মুক্ত

নদী রক্ষা  চাই রাজনৈতিক ও প্রশাসক অঙ্গীকার এ

প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে 


মঙ্গলবার ২৫ নভেম্বর সকাল ১১ টা তেতুলিয়া চৌরাস্তা বাজারে তেতুল তলা

 পঞ্চগড় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তৃব্য রাখেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের 

কেন্দ্রীয় কমিটির  সভাপতি  অধ্যাপক আনোয়ারা সাদত , নদী বাঁচাও আন্দোলনের সহ সভাপতি ডাঃ আনোয়ার হোসেন,

পঞ্চগড় নদী বাঁচাও আন্দোলনের সভাপতি 

 একে এম ফজলে নুর বাচ্চু, 

দিনাজপুর নদী বাঁচাও  সভাপতি যাদব চন্দ্র রায়,

নীলফামারী নদী বাঁচাও  সভাপতি মোঃ আব্দুল রউফ পঞ্চগড় নদী বাঁচাও 

সাধারণ সম্পাদন অধ্যাপক শাহাদত হোসেন,

ঠাকুরগাঁ নদী বাঁচাও সভাপতি   ফারজানা আক্তার পাখি,পঞ্চগড় নদী বাঁচাও 

সাংগঠনিক সম্পাদন রফিকুল ইসলাম ভুট্রো, তেতুলিয়া নদী বাঁচাও আন্দোলনের 

আহব্বায়ক অবসর প্রাপ্ত শিক্ষক জাহেদুল ইসলাম, তেতুলিয়া নদী বাঁচাও 

সাধারণ সম্পাদক মঞ্জুর আলম সিদ্দিকি,তেতুলিয়া নদী বাঁচাও আন্দোলনের 

অবসর প্রাপ্ত শিক্ষক  মোঃ আসলাম, তেতুলিয়া নদী বাঁচাও আন্দোলনর  এম এ বাছেত 

তেতুলিয়া  নদী বাঁচাও আন্দোলনের  অবসর প্রাপ্ত শিক্ষক  আলমগির হোসেন,তেতুলিয়া শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের 

শিক্ষক ও  নদী বাঁচাও আন্দোলনের  সোহবার আলী তেতুলিয়া পরিবেন বিদ মাহমুদুল হক,তেতুলিয়া রণচণ্ডী 

কিন্ডারগার্ডেন শিক্ষক ও নদী বাঁচাও আন্দোলনের নেতা   সোহেল রানা,প্রমুখ বক্তব্য রাখেন।

Post a Comment

Previous Post Next Post