Top News

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির উদ্দিন | Daily Bogra

 


মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট প্রতিনিধি 

২৫ নভেম্বর ২০২৫

অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত হয়েছেন জয়পুরহাট সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কবির উদ্দিন। ২০২৪-২৫ অর্থবছরে অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

গত সোমবার রাজধানীর ভূমি ভবনে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার কবির উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১’ ও ভূমি সেবার ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি জয়পুরহাট জেলার শতভাগ খতিয়ান ও হোল্ডিংয়ের হালনাগাদ তথ্য উন্মুক্তকরণের ঘোষণা দেওয়া হয়, যা ভূমি সেবায় স্বচ্ছতা ও দ্রুত সেবা নিশ্চিতের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা জোরদারে এই উদ্যোগ সমগ্র দেশের ভূমি সেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সার্ভেয়ার কবির উদ্দিনের এ স্বীকৃতি মাঠপর্যায়ে দক্ষতা, দায়িত্ববোধ ও আধুনিক সেবার মানোন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতির প্রতিফলন।

Post a Comment

Previous Post Next Post