Top News

কটিয়াদীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা | Daily Bogra



কিশোরগঞ্জ  প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রোববার  ও সোমবার (২৩ ও ২৪ নভেম্বর) ২দিন ব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও প্রশিক্ষক লাবনী আক্তার তারানার পরিচালনায় ও প্রকল্পটির কটিয়াদী উপজেলা সমন্বয়কারী ফারুক হোসেনের সঞ্চালনায়  উপজেলার ৯টি ইউনিয়নের সকল ইউপি সদস্যদেরকে ৪টি ব্যাচে এ প্রশিক্ষণ দেয়া।

প্রশিক্ষণে ইউপি সদস্যদের প্রশিক্ষক হিসেবে ছিলেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি),মডেল থানার ওসি মোঃ মোকছেদুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার আবুল খায়ের,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর। 

এসময় প্রশিক্ষণে ডিএমআইই পদ্ধতি, উদ্দেশ্য এবং তা বাস্তবায়নের প্রক্রিয়ায় ইউপি প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মীর দ্বায়িত্ব কর্তব্য, অভিযোগ গ্রহন ও নিষ্পত্তির ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুত এবং স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগীতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করানোর পাশাপাশি উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন প্রক্রিয়াকে আরো গতিশলি করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা দ্বায়িত্ব ও করণীয় সমন্ধে আলোচনা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালত হলো তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সদস্যরা তাদের দায়িত্ব আরও দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পালন করতে সক্ষম হবেন। তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিনিধিরা বিরোধ নিষ্পত্তিতে দ্রুত, সাশ্রয়ী ও জনগণবান্ধব সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগ অব্যাহত রাখার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান।


স্থানীয় জনগণের সেবায় প্রশাসনের এমন কার্যকর উদ্যোগ ভবিষ্যতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post