পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলামঃ
রংপুর রেঞ্জ ডিআইজি পঞ্চগড় জেলা পুলিশ বার্ষিক পরিদর্শন করেছে।
সোমবার ২৪ নভেম্বর রংপুর রেঞ্জ ডিআইজি, আমিনুল ইসলাম তিনি পঞ্চগড়ের জেলা পুলিশ বার্ষিক প্যারেড, মতবিনিময় সভা, রিজার্ভ অফিস, ডিএসবি অফিস ও পঞ্চগড় সদর থানা পরিদর্শনে আসেন।
সকাল ৭.টায় পঞ্চগড়ে পুলিশ লাইন্স
পৌছালে মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ।
ফুলেল শুভেচ্ছা শেষে সকাল ৮.০০ ঘটিকায় মহোদয় পঞ্চগড়ের পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স, প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে প্যারেড কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।
ডিআইজি মহোদয় প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার, (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা।
প্যারেড শেষে ডিআইজি মহোদয় মটরযান শাখা, অস্ত্রগার, পুলিশ হাসপাতাল, রেশন স্টোর, সি-স্টোর ও ডি-স্টোরসহ জেলা পুলিশের অন্যান্য শাখা পরিদর্শন করেন।
ডিআইজি মহোদয় সকাল ৯.০০ ঘটিকায় পঞ্চগড়ের জেলা পুলিশ আয়োজনে, পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের অফিসার ফোর্সদের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্তে প্রশিক্ষার্ণীদের সাথে মতবিনিময় সভায় বক্তাব্য দেন সম্মানিত জিআইজি মহোদয়।
সকাল ১০.০০ ঘটিকায় ডিআইজি মহোদয় রিজার্ভ অফিস পরিদর্শন করেন। এসময় তিনি রিজার্ভ অফিসের বিভিন্ন কার্যক্রম ও রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
রিজার্ভ অফিস পরিদর্শন শেষে দুপুরে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে ডিএসবি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি ডিএসবি বিভিন্ন রেজিস্টার ও নথি পর্যালোচনা করেন এবং ডিএসবি কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি পঞ্চগড় সদর থানা পরিদর্শন করেন এবং বিভিন্ন নথি পর্যালোচনা সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিঃতে মতামত লিপিবদ্ধ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার, (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, সহকারী পুলিশ সুপার দিল আশরাফী লতিফ (স্টাফ অফিসার টু ডিআইজি), আরআই পুলিশ লাইন্স, পঞ্চগড় মোঃ মিজানুর রহমান চৌধুরী সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment