বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় শয়নকক্ষে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের আইচপাড়া গ্রামে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক মিল্টন কবীরের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
মিল্টন কবীর জানান, গত ৩০ তারিখ রাতে বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে আনুমানিক রাত দুইটার দিকে আমরা সবাই ঘুমিয়ে পড়ি । সকালে আনুমানিক সাতটার দিকে প্রতিবেশীরা আমাদেরকে ডাকাডাকি করে ঘুম ভাঙ্গায়। তখন আমি সহ আমার পরিবারের সবাই অসুস্থ অবস্থায় উঠি। কিছুটা স্বাভাবিক হওয়ার পর দেখি কে বা কারা ঘরের দরজার পাশের ইট খুলে ফেলে এবং ভিতরের ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে। তারা শোকেসের তালা ভেঙ্গে এক লক্ষ সত্তর হাজার টাকা মূল্যের স্বর্ণের গহনা, কাপড় ও জমির দলিল সহ মূল্যবান প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।
এছাড়া আমার পালসার মোটরসাইকেলটি নিয়ে গেলেও সেটি স্টার্ট করতে না পারায় বাড়ী থেকে বেশ কিছুটা দূরে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। তিনি আরো বলেন, সম্ভবত চোরেরা ঘরের ভিতর চেতনানাশক স্প্রে করায় আমরা সবাই গভীর ঘুমে তলিয়ে যাই। যে কারণে দেয়ালের ইট খুলে ফেললেও আমরা কিছুই টের পাইনি।
চোরেরা এমন কৌশল ব্যবহার করায় এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ বেড়েছে জানিয়ে সাংবাদিক মিল্টন বলেন, চেতনানাশক স্প্রে করায় ভূক্তভোগীদের শুধু স্বাস্থ্য ঝুঁকি নয় কখনো কখনো মৃত্যু মুখে পতিত হওয়ার আশংকা রয়েছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে এ ঝুঁকি বেশি থাকে বলে মত প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান সাংবাদিক মিল্টন কবীর।
এদিকে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক মিল্টন কবীরের বাড়ীতে দূর্ধর্ষ চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক সংগঠনটির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক এমএ আজীজ সহ সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। তারা বলেন, সম্প্রতি কলারোয়ায় বিভিন্ন ধরনের চুরির ঘটনা বেড়ে গেছে।
বাসগৃহে চেতনানাশক স্প্রে করে চুরি ছাড়াও কলারোয়ার বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত মোটরসাইকেল চুরির সংবাদ পাওয়া যাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সজাগ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাইফুল ইসলাম বলেন, চুরির ঘটনার ব্যাপারে অভিযোগপত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post a Comment