Top News

পীরগাছায় ইউপি মেম্বারসহ স্বেচ্ছাসেবক লীগের দুইজন গ্রেপ্তার | Daily Bogra

 


রিয়াজুল হক সাগর, রংপুরঃ

রংপুরের পীরগাছায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন লিটন ও অন্নদানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পীরগাছা বাজার থেকে লিটনকে এবং গভীর রাতে উপজেলার বামনসর্দার গ্রাম থেকে ইউপি মেম্বার কামাল উদ্দিনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত লিটন উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে। আর কামাল উদ্দিন বামনসর্দার গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। কামাল উদ্দিন অন্নদানগর ইউনিয়ন আওয়ামী লীগের একজন সদস্য। 

পুলিশ জানায়, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ইউপি মেম্বার কামাল উদ্দিনও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও একটি নাশকতা মামলায় তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছিল।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, গ্রেপ্তার দুইজনকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও সহিংসতা এড়াতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Post a Comment

Previous Post Next Post