Top News

ধুনটে ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দিয়ে চোরের মৃত্যু | Daily Bogra

 


ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে জনতার ধাওয়া খেয়ে বাঙালি নদীতে ঝাপ দিয়ে টুটুল (৩২) নামের এক চোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২ অক্টোবর সকালে উপজেলার বথুয়াবাড়ি বাঙ্গালির নদীর শশ্মানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া (চৈতারপাড়া) গ্রামের শুকুর আলী ছেলে।

জানা যায়, ঘটনার দিন মোবাইল চুরি করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় বাঙ্গালী নদীতে ঝাপ দেয় টুটুল। ঝাপ দেওয়ার কিছুক্ষন পর বাঙালি নদীর পানিতে টুটুলের চোরের মৃতদেহ ভেসে ওঠে। পরে খবর পেয়ে সকাল অনুমান সাড়ে ১১ টার দিকে নদীর পশ্চিম পাড়ের চৌবাড়িয়া এলাকা থেকে চোরের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।

থানার এস আই হায়দার আলী জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post