Top News

হাকিমপুরে ব্যারিস্টার সানি আব্দুল হকের পক্ষে মনোনয়ন সংগ্রহ করলেন এবি পার্টির নেতাকর্মীরাDaily Bogra

 


গোলাম রববানী, 

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাকিমপুর সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে দিনাজপুর-৬ আসনে ব্যারিস্টার সানী আব্দুল হক এর পক্ষে মনোনয়ন সংগ্রহ করলেন এবি পার্টির নেতৃবৃন্দ।

আজ বুধবার ২৪ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং অফিসারের নিকট হতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক এর পক্ষে নির্বাচনে অংশ গ্রহণের জন্য ফরম উত্তোলন করা হয়েছে।

হাকিমপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অশোক বিক্রম চাকমা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহজাহান আলী চৌধুরী, সকল কার্যক্রম সম্পূর্ণ করে আমার বাংলাদেশ এবি পার্টির হাকিমপুরের তানভীর আহমেদ ও নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব মো. ওয়াহেদুজ্জামান আশিক এর নিকট মনোনয়ন ফরম তুলে দেন। 

এছাড়াও এবি পার্টির পক্ষে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম সরওয়ার, নবাবগঞ্জ উপজেলা সহকারী সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও মোঃ মনিরুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা সমন্বয়ক মো. জালাল উদ্দিন, সহঃ সমন্বয়ক মো. শরিফুল ইসলাম রাসেল, হাকিমপুর উপজেলা সদস্য সচিব মোঃ আনোয়ার মেহফুজ, মাহমুদপুর ইউনিয়ন সদস্য সচিব মো. জিল্লুর রহমান,জেলা যুব পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনিসুর রহমান, ঘোড়াঘাট উপজেলা সদস্য সচিব মোঃ সোহরাব হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আজাদুল্লাহ মিয়া, ছাত্রপক্ষের রায়হান কবির প্রমুখ।


Post a Comment

Previous Post Next Post