বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌতম সমাদ্দারকে আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ।জানা গেছে, ১১ জানুয়ারি (রবিবার) দুপুর ১ টার দিকে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এ তাকে গ্রেফতার করেছে।গৌতম সমদ্দার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন এবং তিনি বন্দর বাজারের একজন সার ব্যবসায়ী।এ ব্যাপারে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান চাখারের মনির হোসেনের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও তার বসত ঘর পোড়ানো মামলায় জড়িত থাকায় তাকে গ্রেফতার করে ওই দিনই বরিশাল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment