Top News

নিসচা'র দেশসেরা শাখা সংগঠনের সম্মাননা পেল পাইকগাছা শাখাDailyBogra

 


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

নিরাপদ সড়ক আন্দোলনে ধারাবাহিক ও কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ পাইকগাছা উপজেলা শাখা দেশসেরা শাখা সংগঠনের সম্মাননা অর্জন করেছে।


সোমবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত নিসচা’র কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে নিসচা পাইকগাছা উপজেলা শাখাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে নিসচা পাইকগাছা উপজেলা শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলাম-এর হাতে সেরা শাখা সংগঠনের সম্মাননা হিসেবে ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ তুলে দেওয়া হয়।


নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের পুত্র মিরাজুল মঈন জয় আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করেন।


অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিসচা’র মহাসচিব এস এম আজাদ হোসেন, কেন্দ্রীয় নেতা গনি মিয়া বাবুল, আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিসচা পাইকগাছা উপজেলা শাখার এ অর্জনে স্থানীয় পর্যায়ে নিরাপদ সড়ক আন্দোলনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post