Top News

মাদক ও অস্ত্রের বিরুদ্ধে তথ্য প্রদানকারীর পরিচয় লাগবে না: এসপি মাহবুবুর রহমান | Daily Bogra


এম জালাল উদ্দীন,খুলনাঃ

মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, মাদক ও অস্ত্র নির্মূলে সাধারণ মানুষের তথ্যই সবচেয়ে বড় শক্তি। এ বিষয়ে তথ্য প্রদানকারীর কোনো পরিচয় প্রকাশ করতে হবে না।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সাধারণ মানুষের জন্য তার কার্যালয় সবসময় উন্মুক্ত রয়েছে। যে কোনো প্রয়োজনে নাগরিকদের সরাসরি তার কার্যালয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

এছাড়াও থানা এলাকায় বসবাসরত নাগরিকরা তাদের দৈনন্দিন আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা সমস্যা এসপি'র সামনে তুলে ধরেন। তিনি ধৈর্যসহকারে সেসব সমস্যা শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

তিনি আরও বলেন, মাদক ও অবৈধ অস্ত্র সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তিনি সকল সুধীজনকে পুলিশের পাশে থাকার আহ্বান জানান।

সভা শেষে ডুমুরিয়া থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি। পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী এবং অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), বিপিএম-সেবা মোঃ খাইরুল আনাম। এছাড়া উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য সুধীবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post