Top News

জয়পুরহাটে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিতDailyBogra

 


মোঃ জাহিদুল ইসলাম,

জয়পুরহাট  প্রতিনিধিঃ ১৮ জানুয়ারি ২০২৬ইং

জয়পুরহাটে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব। রোববার বেলা ১১ টায় শহরের কালেক্টরেট মাঠে সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আল মামুন মিয়া।


এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকরা।


আয়োজকরা জানান, এ উৎসবে ২২ টি স্টল বসেছে। এসব স্টলে স্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করছেন। এছাড়া বাহারি ধরনের পিঠাপুলির স্বাদ নিতে ভিড় করছেন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। বিজ্ঞানসম্মত জাতি গড়তে ও নতুন প্রজন্মের সাথে পিঠাপুলির পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

Post a Comment

Previous Post Next Post