Top News

‎ধুনটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাDaily bogra

 


‎  এম.এ                                                              রাশেদ,স্টাফ রিপোর্টারঃ    

    বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণাকালে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর সাত নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির ১৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০–৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

‎শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ধুনট উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন - এলাঙ্গী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি শৈলমারি গ্রামের আজাহার আলীর ছেলে আইয়ুব আলী (৫০), তছের আলীর ছেলে মাসুদ রানা (৪৯), তারাকান্দি গ্রামের আব্দুস ছামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫), আলাউদ্দিনের ছেলে জিয়াউর রহমান ওরফে ঠান্ডু (৪৩), রাঙ্গামাটি গ্রামের জাবেদ আলীর ছেলে আবু বক্কার (৪৮), ছোহরাব হোসেনের ছেলে সামিউল ইসলাম সনেট (৩০) ও নলডাঙ্গা গ্রামের আব্দুস ছামাদের ছেলে রবিউল ইসলাম (৪৩)।

‎আহতদের মধ্যে সামিউল ইসলাম সনেটকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এলাঙ্গী বাজার এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা সেখানে এসে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

‎এ বিষয়ে এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আইয়ুব আলী বলেন, “নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়েছে। তবে মারপিটের অভিযোগ সঠিক নয়।”

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” তিনি আরও জানান, এ ঘটনায় শনিবার রাতে ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল করিম বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন।

Post a Comment

Previous Post Next Post