Top News

কটিয়াদীতে চক্ষু বিশেষজ্ঞ ডা.মাহবুবুর রহমান শাহিনের জানাজা ও দাফন সম্পন্ন | Daily Bogra

 


কিশোরগঞ্জ সংবাদদাতাঃ

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ঢাকা কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালের কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান শাহীনের আজ শুক্রবার ১৬ জানুয়ারি  বেলা তিনটায় মরহুমের নিজ উপজেলা কটিয়াদীর গচিহাটা গ্রামের গচিহাটা কলেজ মাঠে বেলা তিনটাই  জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা অনুষ্ঠানে ইমামতি করেন মরহুমের মামাশ্বশুর  কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদীয়ার প্রিন্সিপাল  মাওলানা শিব্বির আহমেদ রশিদ। জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শুধুই কটিয়াদী আসনের সাবেক সংসদ সদস্য আনিসুজ্জামান খোকন,কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ সিদ্দিক  উল্লাহ, মঙ্গলবাড়ীয়া আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা তৈয়বুর জামান, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হয়বত নগর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল  মাওলানা আজিজুল হক, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী,চান্দপুর  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মোঃ মাহাতাব উদ্দিন, এডভোকেট রুকন রেজা শেখ, অধ্যাপক মোসাদ্দেক  ভূঁইয়া,বাল্যবন্ধু মোঃ কামরুল ইসলাম, ইউনাইটেড কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মাসুদুর রহমান, কিশোরগঞ্জ ফোরাম ঢাকার সহসভাপতি জনাব ফাইজুল হক উজ্জল প্রমূখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  জানা গেছে  গতকাল বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ছয়টায় রাজধানী ঢাকায় গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  দুনিয়ার সফর শেষ করে মহান মনিবের দরবারে চলে গিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী এবং তিন কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মাহবুবুর রহমান শাহীন কিছুদিন পূর্বেই তাঁর হার্ট অ্যাটাক হয়। সফল অস্ত্রোপচারের পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।   তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এবং তাঁর একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল।

বিস্তৃত কর্মজীবনে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে কাজ করেছেন। তিনি ইবনে সিনা হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চক্ষু বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডা. মাহবুবুর রহমান শাহীন ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ স্বসজ্জন ব্যক্তি। এবং  একজন মানবিক ডাক্তার। 

ডা. মাহবুবুর রহমান শাহীন ১৯৬১ সালের মে মাসে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রথম বিভাগে এসএসসি এবং কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ থেকে  প্রথম বিভাগে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) ভর্তি হন এবং ১৯৮৮ সালে সেখান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি (ডি. অফথ) ডিগ্রি লাভ করেন।

তার মৃত্যুতে চিকিৎসক সমাজসহ বিভিন্ন মহলে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ  করেছেন।

মোঃ জজ মিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

Post a Comment

Previous Post Next Post