Top News

পাইকগাছায় নানা আয়োজনে কৈশোর কার্যক্রমের আওতায় উপজেলা দিবস উদযাপনDaily Bogra

 



পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় কিশোর কার্যক্রমের আওতায় নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ জানুয়ারি) চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয়ের কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ম্যারাথন দৌড়, সাইকেল র‍্যালি, পোস্টার ও দেয়াল লিখনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি উন্নয়ন মেলার বিভিন্ন স্টলে খাদ্য ও পুষ্টি, শীতের পিঠাপুলি, ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক নানা উদ্যোগ প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী এবং চাঁদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সরদার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাস-এর সমন্বয়কারী (পরিবেশ ও জলবায়ু ইউনিট) শেখ ইমন পারভেজ প্রিন্স এবং সাস-এর আঞ্চলিক ব্যবস্থাপক শেখ আব্দুল হান্নান।


বক্তারা তাদের বক্তব্যে কিশোর-কিশোরীদের সামাজিক দায়িত্ববোধ, সচেতনতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে কিশোর কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


উল্লেখ্য, অনুষ্ঠানটি বাস্তবায়ন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এবং সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

Post a Comment

Previous Post Next Post