Top News

ছোটমানিক ইউসুফিয়া দাখিল মাদরাসায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিতDaily Bogra

 


মোঃ জাহিদুল ইসলাম, 

জয়পুরহাট জেলা প্রতিনিধি:

শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের মাধ্যমে শিক্ষাবর্ষ ২০২৬-এর কার্যক্রম শুরু করেছে পাঁচবিবি উপজেলার ছোটমানিক ইউসুফিয়া দাখিল মাদরাসা। বুধবার (১ জানুয়ারি ২০২৬) সকালে মাদরাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা মেহেরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও পাঁচবিবি পৌর জামায়াতের আমীর মুহাম্মদ আবুল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য রাহিদ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। বর্তমান প্রজন্মকে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে যে আনন্দ ও উৎসাহ দেখা যায়, তা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বই বিতরণ উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Post a Comment

Previous Post Next Post