Top News

বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী Daily Bogra

  


রিয়াজুল হক সাগর, রংপুর

আপিলে মনোনয়নপত্রের বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই রংপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হলেও আপিলে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন জাপার মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধায় আপিলে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্রের বৈধতা পেয়ে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, এই রায়ের মাধ্যমে জনগণের চাওয়া-পাওয়া পূরন হবে এবং আমি ন্যায়বিচার পেয়েছি পাশাপাশি রংপুর-১ আসনকে এগিয়ে নিতে সর্বস্তরের ভোটারদের আমার পাশে থাকার অনুরোধ করছি।

Post a Comment

Previous Post Next Post