Top News

পাইকগাছা পৌরসভায় আধুনিক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনে স্থান পরিদর্শনDaily Bogra

 



পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা পৌরসভায় একটি আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান নির্বাচন করতে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।


বুধবার (৭ জানুয়ারি) বিকেলে স্থান নির্বাচনের অংশ হিসেবে পৌরসভার বয়রা গেট, নিমিখালী, শিববাটি স্লুইসগেট সংলগ্ন এলাকা এবং শিববাটি ব্রিজের বিপরীতে স্মরণখালীর রোমারডাঙ্গা মৌজা পরিদর্শন করা হয়। পরিদর্শনে নেতৃত্ব দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, সার্ভেয়ার শহিদুল ইসলামসহ সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এছাড়া অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু ছাবাহ গাজী, প্রভাষক লুৎফা ইসলাম, ষোলআনা সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, শাহিনুর রহমান, মোশাররফ হোসেন, ঠিকাদার প্রভাষক জাহাঙ্গীর আলম, রোহতাব উদ্দিন ও বাবুরাম মন্ডল উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পাইকগাছা পৌরসভায় একটি জলবায়ু সহনশীল, নিরাপদ ও আধুনিক পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন, যেখানে পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য নিরাপদভাবে শোধন ও ব্যবস্থাপনা করা সম্ভব হবে।


তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে উপযুক্ত স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই পৌরসভা এলাকায় সম্ভাব্য জমিগুলো সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে।


এদিকে পাইকগাছা পৌরসভায় আধুনিক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের মাধ্যমে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Post a Comment

Previous Post Next Post