Top News

বানারীপাড়ায় পাইপগানসহ আ.লীগ নেতা তারিকুল ইসলাম আটক Daily Bogra

 


বানারীপাড়া প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে পাইপগানসহ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে,গত মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের দিকনির্দেশনায় ওসি (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে থানার সহ উপ-পরিদর্শক মো. আলী হাসানের দুর্দান্ত সাহসিকতায় সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তারিকুল ইসলাম (তারেক)-কে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।তারিকুল ইসলাম উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের ছাহেদ আলী হাওলাদারের ছেলে এবং সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক। 

অভিযানকালে তারিকুল ইসলামের বাড়ি থেকে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, তারিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র বহন ও সংরক্ষণের দায়ে মামলা করে তাকে বরিশাল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

অস্ত্র বহনকারী তারিকুল ইসলাম বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো। সে তার এলাকাসহ পাশ্ববর্তী এলাকা গুলোতেও এসব অস্ত্রের ক্ষমতা দেখিয়ে বিগত সরকারের আমলেও  নৈরাজ্যের সৃষ্টি করতো।তারিকুল ইসলামকে আটক করায় সৈয়দকাঠি ইউনিয়নের সাধারণ জনগন থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে।

Post a Comment

Previous Post Next Post