Top News

আজ হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস Daily Bogra

 


আলী মুর্তজা সরকার হিলি, দিনাজপুর 

আজ ১৩ জানুয়ারি হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস ১৯৯৫ সালের এইদিনে রেল স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় নিহত হন ২৭জন ট্রেনযাত্রী। পঙ্গুত্ব বরণ করেন শতাধিক মানুষ।

রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে হিলিবাসী তখন থেকেই নিহতদের স্মরণে দিনটিকে প্রতি বছর হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছেন । এবং নিহতদের স্মরণে আজ সকাল থেকে কলো পতাকা উত্তালন ও কালো ব্যাচ ধারণ করেন এবং বিকেল ৪ টায় স্টেশন চত্বরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৩ জানুয়ারি এ দিনে রাত সাড়ে ৮ টার দিকে হিলি রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল একটি ট্রেন। একই সময় বিপরীত দিক সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংষর্ষে লোকাল ট্রেন ও আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়।

সরকারি হিসেব মতে এসময় ২৭জন ট্রেন যাত্রী প্রাণ হারায় ও শতাধিকযাত্রী আহত হয় এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে। স্থানীয়দের দাবি কর্তব্যরত স্টেশন মাস্টারের দায়িত্ব অবহেলার কারণে এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

আলী মুর্তজা সরকার 

হিলি, দিনাজপুর প্রতিনিধি

Post a Comment

Previous Post Next Post