মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা উন্নত ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) জয়পুরহাট চিনিকল ট্রেনিং কমপ্লেক্সে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলার মোট ৫২৭ জন ভোটারের মধ্যে ৪৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা ভোটার উপস্থিতির ক্ষেত্রে উল্লেখযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবারের নির্বাচনে ছয়টি পদে দুটি প্যানেল থেকে মোট ১২ জন এবং স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা (ওইউসিও), সদর উপজেলা সমবায় অফিসের মোছাঃ মর্জিনা বেগম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে চেয়ার প্রতীকে ২৫৬ ভোট পেয়ে মোঃ আব্দুল হাকিম নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকে মোস্তাকিম দেওয়ান পেয়েছেন ১৮০ ভোট।
সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে ২৩১ ভোট পেয়ে মোঃ রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীকে শ্রী রতন সাহা পেয়েছেন ২২৪ ভোট।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: লিটন সরদার (ডাব) – ২৩৮ ভোট
কোষাধ্যক্ষ: আকবর আলী (বটগাছ) – ২৬৪ ভোট
সদস্য: শাহীন আলম (মই) – ২৬১ ভোট
সদস্য: বিপ্লব হোসেন (বই) – ২৩৮ ভোট
নির্বাচনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম বলেন,
“একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা দায়িত্বপ্রাপ্ত হয়েছি। এই নির্বাচনে সহযোগিতার জন্য নির্বাচন কমিশন, সকল ভোটার, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, আগামী তিন বছর জয়পুরহাট জেলার সকল ফল ব্যবসায়ীর সার্বিক উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সেবা নিশ্চিত করতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে।


Post a Comment