পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ
পাইকগাছা পৌরসভার উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৯ ডিসেম্বর) পাইকগাছা পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।
পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন টিএলসিসি’র সদস্য জিএমএম আজাহারুল ইসলাম, আব্দুল করিম, শহিদুল ইসলাম, উপকূলীয় জলবায়ু সহিষ্ণু প্রকল্পের সিএম মোঃ কওসার আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কর নির্ধারক জিএম রফিকুল ইসলাম, কর আদায়কারী মোঃ সাইদুর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, সহকারী কর আদায়কারী হেমেন্দ্র নাথ গাইন ও লাইসেন্স পরিদর্শক মৃণাল কান্তি সানা।
এছাড়াও সভায় পৌরসভার সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং টিএলসিসি কমিটির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা কার্যক্রম, কর আদায় ব্যবস্থা এবং নাগরিক সেবা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় অংশগ্রহণকারীরা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় জোরদার ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার বলেন, কমিটির পক্ষ থেকে উত্থাপিত প্রতিটি সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, একটি পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে টিএলসিসি কমিটির সদস্যদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Post a Comment