Top News

মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র আরেকটি আভিযানিক সফলতাDaily Bogra

 



মাহিদুল ইসলাম ফরহাদ,

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে সক্রিয় রয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মাদক চোরাকারবারীদের দৌরাত্ম্য পন্ডু করতে রাত-দিন নিরলসভাবে কাজ করছে এই ব্যাটালিয়নের সদস্যরা। 

এরই ধারাবাহিকতায় শিয়ালমারা বিওপি’র একটি বিশেষ টহল দল গতকাল ২৪ ডিসেম্বর  ভোর ০৪:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত পিলার ১৮৯/মেইন হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাইপুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত ১০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ (CHOCO+) আটক করতে সক্ষম হয়েছে। 

তবে অভিযান চলাকালীন চোরাকারবারীরা ঘনকুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে নিয়মিত  সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ৭২২ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা  নিশ্চিত করেছেন। তিনি আরোও বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী #

Post a Comment

Previous Post Next Post