Top News

একদিনের জীবন নিয়ে চোখ, কান ও নাকবিহীন শিশু জন্ম | Daily Bogra

 


জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ

বাড়িতে স্বাভাবিকভাবে এক বিরল আকৃতির অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। জন্মের মাত্র এক দিন পরই শিশুটির মৃত্যু হয়। দুঃখজনকভাবে, এর আগেও একই মায়ের এমন একটি সন্তান জন্ম নেওয়ার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।  জয়পুরহাটের কালাই উপজেলার নুনুজ গ্রামের বাবুল হোসেনের বাড়িতেই তার স্ত্রীর গর্ভে হতে এমন সন্তান প্রসব হলে এলাকায় শুরু হয় চঞ্চল্য । 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রসবটি কোনো হাসপাতাল বা ক্লিনিকে নয়, বাড়িতেই গত বৃহস্পতিবার রাতে হয়। জন্মের পরপরই শিশুটির শারীরিক গঠনে অস্বাভাবিকতা ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে চিকিৎসার চেষ্টা করা হলেও জন্মের এক দিন পরই শিশুটি মারা (শনিবার ) যায়। শিশুটির আকৃতি ছিলো ভয়ংকর রকমের। নেই কোন কান, নাক ও চোখ। গা ছিলো চর্বির মতো আর ডোরাকাটায় ছিলো রক্তের মত লাল ।  যা দেখলেই গা শিউরে ওঠার মত।

সন্তানের বাবা বাবুল হোসেন জানান, কয়েক বছর আগেও আমার একই ধরনের শারীরিক বৈশিষ্ট্যসম্পন্ন একটি সন্তানের জন্ম হয়েছিলো, যেটিও ১ দিন বেঁচে ছিল। তবে তখনও বিষয়টি নিয়ে চিকিৎসাগত কোনো বিস্তারিত পরীক্ষা বা পরামর্শ নেওয়া হয়নি। এর পর ভালোভাবে একটি মেয়ে সন্তানের জম্ম হয়। সেই সন্তানের তিন বছর পর আবার সন্তান নিলে আগের মতই  অস্বাভাবিক সন্তান জন্ম নেই। আল্লাহ আমাকে এমন সন্তানের জম্ম দিয়েছিলেন দেখে মানুষ ভয় পায়। 

চিকিৎসকরা বলছেন, জেনেটিক ত্রুটি, গর্ভকালীন স্বাস্থ্যঝুঁকি কিংবা পর্যাপ্ত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার অভাবের কারণে এমন ঘটনা ঘটতে পারে। এ ধরনের ক্ষেত্রে গর্ভধারণের আগে ও পরে নিয়মিত চিকিৎসা পরামর্শ ও পরীক্ষা অত্যন্ত জরুরি।

Post a Comment

Previous Post Next Post