Top News

প্রচন্ড শীতে অসহায় রাজশাহীর ছিন্নমূল মানুষ | Daily Bogra

 


মো: গোলাম কিবরিয়া 

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

প্রচন্ড শীতে খুব অসহায় রাজশাহীর ছিন্নমূল মানুষ।

রাজশাহীতে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমতে থাকায় শীতের অনুভূতিও বাড়বে।

এদিকে, ঘন কুয়াশা ও তীব্র শীতে দুর্ভোগে পড়েছে মানুষ রাজশাহী ও আশপাশের এলাকার মানুষ। সড়কে যানবাহন ধীরে চলতে দেখা গেছে। অনেক গাড়ি ফগ লাইট জ্বালিয়ে চলাচল করছে।

তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ, বিশেষ করে দিনমজুররা। কুয়াশা ও শীত উপেক্ষা করেই ভোরে তাদের কাজে বের হতে হয়েছে।

অটোরিকশাচালক মোহাম্মদ ইউসুফ বলেন, এই শীতে কাজ করা খুব কষ্ট। ঠান্ডায় বের হওয়াই যন্ত্রণার। গত দুই–তিন দিন রোদের দেখা নাই, তবু রোজগারের জন্য বাইরে বের হতে হচ্ছে।

তালাইমারী মোড়ের চা দোকানি রফিকুল ইসলাম বলেন, আগের দিনের চেয়ে শীত আরও বাড়ছে। সকালে রাস্তায় লোকজন কম ছিল, এখন ধীরে ধীরে মানুষ বের হচ্ছে। এই ঠান্ডায় বাইরে কাজ করা খুব কঠিন।

রাজশাহীর রেলষ্টেশন এলাকায় কিছু ছিন্নমূল অসহায় মানুষের দেখা যায় , তারা রেলষ্টেশন এলাকায় পলিথিন ও সারের বস্তা গায়ে জরিয়ে শুয়ে আছে ।আবার কেউ হালকা আগুন জ্বালিয়ে শীতের প্রকোপ থেকে বাচার চেষ্টা করছে ।তারা রেলষ্টেশন এ থাকে । সারাদিন রাজশাহী শহরে বিভিন্ন এলাকায় সাহায্য তুলে চলে । 

সমাজের বিত্তমান লোক জনকে এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে ।

Post a Comment

Previous Post Next Post