খাদেমুল ইসলাম!
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেতুলিয়া অব্যাহত প্রচণ্ড শীতসহ তুষারপাত বৃষ্টি শুরু হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পঞ্চগড় জেলা তেতুলিয়া ব্যস্ততম সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করা গেছে। প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজনকে উষ্ণতা পেতে রাস্তার বিভিন্ন জায়গায় কাগজ ও খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রির ঘরে উঠানামা করলেও, রোববার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। একই সাথে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার।
তেতুলিয়ার শারিয়াল জোত
এলাকার বাসিন্দা মোঃ সিদ্দিক
বলেন, ‘গত কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডার বৃদ্ধি পেয়েছে। এতে গবাদি পশুর মৃত্যু হয়েছে।
কনকনে হিম বাতাস অনুভব হচ্ছে। এতে কাজ করতে অনেকটাই কষ্ট হচ্ছে।’
তেতুলিয়া মমিনপাড়া রবিউল ইসলাম
বলেন, ‘আজকে তুষারপাত । প্রচণ্ড
ঠান্ডা বাতাস খুবই বেশি। এর কারণে শিশুসহ অনেক কষ্ট হচ্ছে।
এদিকে ঠান্ডার তীব্রতা বাড়ায় গৃহস্থালির কাজেও বিপাকে পড়ছেন নারীরা। তারা বলছেন, ঠান্ডার কারণে পানি নাড়তে গিয়ে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও, আজ তা বেড়ে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে তুষারপাত দেখা দিয়েছে। তবে অব্যাহত রয়েছে ঠান্ডা বাতাসের পরিমাণ।’

Post a Comment