খাদেমুল ইসলাম,
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ((৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধায় তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বালাবাড়ি এলাকার ডাহুক নদীতে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, স্থানীয়রা ডাহুক নদীর পানিতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তেতুলিয়া মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি বালাবাড়ি ডাহুক নদীর পানি থেকে উপরে তুলেন।
এব্যাপার শনিবার ২৭ ডিসেম্বর বিকালে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে । স্থানীয়দের ধারণা ওই ব্যক্তিকে
কেউ মেরে ফেলে দিয়েছে। তবে তিনি
মানসিক ভারসাম্যহীন হতে পারে কিনা কেউ বলতে পারছে না ।
শনিবার (২৭ ডিসেম্বর) ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে মরদেহটি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।

Post a Comment