Top News

জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার বাসায় গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণ চুরি

 



মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:

​জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যাংক কর্মকর্তার ভাড়া বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। (২৭ ডিসেম্বর) শনিবার সকালে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা বাসায় ফিরে চুরির বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন। এসময় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।

​ভুক্তভোগী মেহেদী হাসান (৩৭) সোনালী ব্যাংক পাঁচবিবি শাখার কর্মকর্তা। তিনি পাঁচবিবি পৌরসভার সরকারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় সপরিবারে বসবাস করেন।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ব্যক্তিগত প্রয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে যান মেহেদী হাসান। শনিবার সকালে বাড়িওয়ালা তাকে ফোন করে বাসার জানালার গ্রিল ভাঙা থাকার কথা জানান। খবর পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরে দেখেন, ঘরের আসবাবপত্র তছনছ করা এবং আলমারি-বাক্সের তালা ভাঙা।

​মেহেদী হাসান জানান, চোরচক্র জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা ড্রয়ার ও বাক্সের তালা ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২১ হাজার টাকা নিয়ে গেছে। লুট হওয়া স্বর্ণালঙ্কারের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে তিনি দাবি করেন।

​এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

Previous Post Next Post