Top News

হিলিতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আলিফ হোসন নিহত

 


গোলাম রব্বানী হিলি: 

দিনাজপুরের হাকিমপুর হিলি সিপি মোড়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আলিফ হোসেন (২১) নামে এক জন যুবক গুরুতর আহত হয়।পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় পথে ওই যুবক মৃত্যু বরণ করে। এঘটনায় ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৪৭২৫) ও চালক আনিসুর রহমানকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান থানা পুলিশ। 

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে হিলি স্থলবন্দরের সিপি মোড়ে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলে মোটরসাইকেল আরোহী আলিফ হোসেন নিহত হয়। 

নিহত আলিফ হোসন হাকিমপুর হিলি পৌর শহরের ১ নং ওয়ার্ড চন্ডিপুর গ্রামের এনামুল হক এর ছেলে। 

অপর দিকে ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট- ২০-৪৭২৫ এবং আটক চালক আনিসুর রহমান নওগাঁ মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের মতিউর রহমানের ছেলে। তবে ঘাতক ট্রাকের মালিক এর নাম জানা যায়মি। 

বিষয়টি আজ রাত নয়টার দিকে নিশ্চিত করেছেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন। 

নিহতের পারিবারের বরাত দিয়ে ওসি মোঃ জাকির হোসেন বলেন, মোটরসাইকেল আরোহী আলিফ হোসেন হিলি স্থলবন্দর এর চারমাথা মোড় থেকে সিপি মোড়ের দিকে যাচ্ছিল এমন সময় ঘাতক ট্রাক বিরামপুর থেকে হিলি সিপি মোড়ে পৌঁছালে ট্রাকের চাপায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী আলিফ হোসেন। পরে তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাকিমপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে আলিফ হোসেন মৃত্যু বরণ করেছেন। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশ হেফাজতে রেখেছে বলে জানান তিনি। 

এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মোঃ জাকির হোসেন। 

গোলাম রববানী 

স্টাফ রিপোর্টার  


Post a Comment

Previous Post Next Post