খাদেমুল ইসলাম,
পঞ্চগড় জেলা প্রতিনিধি,
পঞ্চগড়ের তেতুলিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তেতুলিয়া
উপাসনালয়গুলোতে বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় যিশুর মহাকীর্তনের পর প্রার্থনায় জগতে শান্তি আর মানুষে মানুষে সম্প্রীতি কামনা করা হয়।
এবারও তেতুলিয়ায় সাদ্ধী সিসিলিয়া গির্জা, ময়নাগুড়ি কামাত পাড়া গির্জা,কালদাস পাড়া বালাবাড়ি গির্জা,সংকর পাড়া গির্জা,দর্জিপাড়া গির্জা।
টি ক্যাথলিক গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড়দিন উপলক্ষে বর্ণিল আলোকসজ্জা আর ফুল দিয়ে সাজানো হয় গির্জাগুলো। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ক্যাথলিক খ্রিস্টানদের গির্জাগুলোতে বড়দিনের প্রার্থনার আয়োজন করা হয়। খ্রিস্টান ধর্মের সব বয়সী মানুষ এসব গির্জায় গিয়ে প্রার্থনায় অংশ নেন।
সকালে তেতুলিয়ায় বুড়াবুড়ি কালদাস পাড়া বালাবাড়ি গির্জা
এলাকার উত্তম মেষপালক ক্যাথিড্রালে বিশেষ প্রার্থনা করা হয়। এর আগে সেখানে যিশু খ্রিস্টের মহিমা ও তাঁর ক্ষমার গুণ তুলে ধরেন তেতুলিয়ায় ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সুন্দর মনের মানুষ হিসেবে বেঁচে থাকার আহ্বান জানান তিনি। প্রার্থনা শেষে সেখানে যিশুর জন্মদিনের কেক কাটা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার
রাত থেকেই খ্রিস্টান ধর্মাবলাম্বীদের বাড়িতে বাড়িতে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার সকালে বড়দিনের বিশেষ প্রার্থনা ছাড়াও অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, প্রীতিভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

Post a Comment