Top News

পাইকগাছায় অপারেশন ডেভিলহান্টে আটক-১

 


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় অপারেশন ডেভিলহান্টে নাশকতা মামলার এক আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম ইউনুস মোড়ল (৫১)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়ার সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাঠি গ্রামের মোঃ কলিমুদ্দিন মোড়লের ছেলে ইউনুস মোড়লকে কপিলমুনি কলেজ মোড় সংলগ্ন আল-আমীন ডেকোরেটরের সামনে থেকে আটক করেন।

আটক ইউনুস মোড়ল থানার নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি নাশকতা সংক্রান্ত মামলা নং-৬(৮)/২৪।


এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এছাড়াও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।

Post a Comment

Previous Post Next Post