Top News

রাজাপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা, মিলন মেলার ঘোষণা

 



মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এক ছাতার নিচে এনে সমন্বিতভাবে সমাজসেবামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে অফলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর স্বেচ্ছাসেবী ঐক্য ফোরামের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার ছয়টি ইউনিয়নে মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম যৌথভাবে পরিচালনার অঙ্গীকার করা হয়।


শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজাপুর উপজেলার চিলড্রেন অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে রাজাপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।


সভায় বক্তারা বলেন, বিচ্ছিন্নভাবে কাজ না করে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে রাজাপুর উপজেলায় টেকসই সামাজিক পরিবর্তন আনা সম্ভব। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা ও মাদকবিরোধী আন্দোলনে গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনগুলোর যৌথ তহবিল ও স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে একমত পোষণ করা হয়।


এছাড়া উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, খুব শিগগিরই রাজাপুর উপজেলার সকল স্তরের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে একটি বৃহৎ ‘স্বেচ্ছাসেবী মিলন মেলা’ আয়োজন করা হবে। এই মিলন মেলার মাধ্যমে স্বেচ্ছাসেবী কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “আমাদের লক্ষ্য রাজাপুর উপজেলাকে একটি মানবিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা। ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে রাজাপুরের সামাজিক চিত্র বদলে দেওয়া সম্ভব।”


মতবিনিময় সভাটি প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় এবং ভবিষ্যতে নিয়মিত সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।


মোঃ মাহিন খান

ঝালকাঠি প্রতিনিধি

মোবাইল: ০১৭২৪-৭২৯৯৬৫

তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৫

Post a Comment

Previous Post Next Post