পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৬) ডিসেম্বর) জুম্মাবাদ পাইকগাছা উপজেলা মডেল মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ইমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাইদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, মোহর আলী, জিএম রুস্তম, আনোয়ারুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, রাজীব নেওয়াজসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
পাইকগাছা উপজেলা মডেল মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম রাহমানী।

Post a Comment