স্টাফ রিপোর্টারঃ
যে কোন বিদায় কষ্ট দায়ক হলেও দিনাজপুরের হাকিমপুর পৌর শহরে এক প্রতিষ্ঠানে দীর্ঘ ২৬ বছর প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালন শেষে দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক টুকু কে নিজ বিদ্যালয় প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ ভাবে চাকুরী জীবনের শেষ বিদায়ী সংবর্ধনা জানান অত্র এলাকার সূধীজন ও বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেলে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, ফুল দিয়ে বরণ মিষ্টি বিতরণ ও ফুল দিয়ে গাড়ি সাজিয়ে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা শেষে বাড়ি পৌঁছে দেওয়া হয় প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক টুকুকে।
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ, হাকিমপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জামান আলী, সাধারণ সম্পাদক মোঃ নওশাদ আলী, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সমাজ সেবক শিক্ষা অনুরাগী মিশর উদ্দিন সুজন, হাফেজ মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আবু উবায়দা, লিপি আরা, সুলতানা পারভীন, কুলছুমা বেগম, মামুনুর রশীদ, সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক, আল মুনসুর, মামুনুর রশীদ, আমিনুল ইসলাম, আরিফ হোসেন, সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাফসা খাতুন তার বক্তব্য বলেন, আজকে যে স্যারকে বিদায় জানাতে হচ্ছে তিনি শুধু মানুষ গড়ার কারিগর শিক্ষক ছিলেন না। তিনি একজন আদর্শবান মানুষ ছিলেন। তিনি শিক্ষার্থীদের সাথে স্নেহ ভালোবাসা দিয়ে অভিভাবকের ভূমিকা পালন করছেন। তিনি আমাকে এই বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বলেছিলেন "তুমিই পাড়বে" তাঁর এই অনুপ্রেরণা আমাকে জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় সুযোগ করে দিয়েছে।
আলোচনা সভায় সভায় বক্তারা বলেন, প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু এই প্রতিষ্ঠানে দীর্ঘ ২৬ বছর প্রধানের দ্বায়িত্ব পালন করছেন। আমরা নিশ্চিন্ত ছিলাম। এই বিদ্যালয়ে ছাদবাগান থেকে শুরু করে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপন সবই তাঁর নিজ হাতে করা। আমাদের মনে হয় চাকুরী জীবনে তিনি নিজের পরিবারের চেয়ে বিদ্যালয়ে বেশি সময় দিয়েছে। আমরা তাঁর ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করছি।
অশ্রু সিক্ত ভারাক্রান্ত মনে অবসর গ্রহণ কারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক টুকু বলেন, দীর্ঘ ২৬ বছর এই বিদ্যালয়ে প্রশাসনের দ্বায়িত্ব পালন করেছি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের নিজের পরিবারের সদস্য মনে করেছি। এ পথ চলার মধ্যে ভূলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়াও আমি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বায়িত্ব দীর্ঘ ২৪ বছর পালন করেছি। সেখানে ও আমার প্রিয় শিক্ষক বৃন্দ কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আলোচনা সভা শেষে ফুলের মালা পড়িয়ে ফুল দিয়ে সাজানো প্রাইভেট কারে বাড়ি পৌঁছে দেন অতিথি বৃন্দ। এসময় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা কান্না কন্ঠে হাত নাড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায় জাবায়।
গোলাম রব্বানী
স্টাফ রিপোর্টার
০১৭৭৪১৯৮২৭২

Post a Comment