Top News

জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকট | Daily Bogra

 


জয়নাল আবেদীন জয়, স্টাফ রিপোর্টরঃ

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। হাসপাতালে ১০০ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ৪১ জন। ফলে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এ অবস্থায় চিকিৎসকের সংখ্যা বাড়ানোর দাবি তাদের।

২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন এক হাজার থেকে ১৫শ জন রোগী। ভর্তি থাকেন গড়ে পাঁচশরও অধিক রোগী। এসব রোগীদের সেবা দিতে হাসপাতালে ১০০ জন চিকিৎসকের পদ থাকলেও ৫৯ জনের পদই খালি। চিকিৎক সংকটে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এতে ক্ষুব্ধ অনেকেই।

অল্পসংখ্যক চিকিৎসক নিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ১শ শয্যার হাসপাতালটি ২০২৩ সালে ২৫০ শয্যাতে উন্নীতি করা হয়।

Post a Comment

Previous Post Next Post