জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ
শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রকাশের পর জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেলে শহরের রেলগেইট স্টেশন সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় ও পাঁচুর মোড় থেকে আলাদা আলাদা মিছিল বের করে তারা।
রায়কে কেন্দ্র করে দুপুর থেকে জয়পুরহাট শহরের রেলগেইট সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে একত্রিত হতে থাকেন স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকালে শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রকাশের পর সেই রায়কে স্বাগত জানিয়ে তারা আনন্দ মিছিল করেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীমের নেতৃত্ব আরো একটি আনন্দ মিছিল বের করা হয় ।
মিছিলে অংশ নিয়ে নেতাকর্মীরা নানা স্লোগান দেন এবং রায়কে 'গণতান্ত্রিক চেতনার বিজয়' বলে দাবি করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায় ধানের শীষের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব।

Post a Comment