মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হোন্ডা সাইন ১০০ সিসি নতুন মডেল মোটরসাইকেলের মহরত। শনিবার শহরের প্রধান সড়কের সিও কলোনী এলাকায় অবস্থিত এ ওয়ান ইমপেক্স শোরুমে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ ওয়ান ইমপেক্সের স্বত্বাধিকারী শ্রী শ্যামল কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জজ কোর্টের এ্যাডভোকেট বাবু সুশান্ত কুমার মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গতনশহর দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ আব্দুস ছালাম।
মহরতে বক্তারা বলেন, হোন্ডার নতুন সাইন ১০০ সিসি মডেলটি উন্নত প্রযুক্তি, শক্তিশালী ও টেকসই ইঞ্জিন পারফরম্যান্স এবং কম জ্বালানি খরচের সমন্বয়ে তৈরি। দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহারের উপযোগী করতে এতে যুক্ত করা হয়েছে আধুনিক ফিচার ও উন্নত মানের সাসপেনশন প্রযুক্তি। তারা আরও জানান, নতুন ডিজাইন, আরামদায়ক রাইডিং পজিশন এবং আকর্ষণীয় তিনটি রঙে উন্মোচিত মডেলটি গ্রাহকদের কাছে ইতোমধ্যে আলোচনায় রয়েছে।
মহরত উপলক্ষে শোরুমে ক্রেতাদের জন্য ছিল বিশেষ মূল্যছাড়, টেস্ট-রাইডের সুযোগ এবং নানা উপহার কার্যক্রম। জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, মোটরসাইকেলপ্রেমী এবং হোন্ডা ডিলার প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
স্থানীয় ক্রেতারা নতুন মডেলটির বৈশিষ্ট্য ও ডিজাইন পরখ করে সন্তোষ প্রকাশ করেন এবং অনেকে তাৎক্ষণিকভাবে বুকিংও প্রদান করেন।

Post a Comment