Top News

জয়পুরহাট-২ আসনের প্রতিটি ঘরে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন পৌঁছে দিতে চাই ,ওমর আলী বাবু | Daily Bogra

 


জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ

“রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, দায়িত্ব। এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আমি মাঠে নামছি। জয়পুরহাট-২ আসনের প্রতিটি ঘরে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন পৌঁছে দিতে চাই।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ঢাকার বাংলামোটরে অবস্থিত অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন উত্তলনের পর সাবেক ছাত্রনেতা ও জয়পুরহাট জেলার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু গণমাধ্যমকে এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এনসিপি সামনে এগোচ্ছে। দল যদি আস্থা রাখে এবং মনোনয়ন দেয়, তবে আধুনিক প্রচার–কৌশল, ডিজিটাল ক্যাম্পেইন এবং জনগণের বাস্তব সমস্যার সমাধান নিয়ে এমন কিছু পরিকল্পনা হাতে নেব যা অল্প সময়েই পুরো নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে।”

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বাবু বলেন, “জয়পুরহাট-২ আসন কখনোই নির্দিষ্ট কোনো দলের ভোটব্যাংক নয়। বিভিন্ন সময়ে ভিন্ন রাজনৈতিক দল  বিজয়ী হয়েছে। এখানকার মানুষ সচেতন তাই তারা দল দেখে ভোট নয়, নেতৃত্ব দেখে ভোট দিবে। তরুণ ভোটারদের সংখ্যা দ্রুত বাড়ছে, আর তারা পরিবর্তন চায়—এ পরিবর্তনের নাম জাতীয় নাগরিক পার্টি।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনগণের প্রতি দায়বদ্ধতা, পরিচ্ছন্ন রাজনীতি ও উন্নয়নভিত্তিক ভাবনায় তার প্রার্থিতা এলাকায় নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

এনসিপির তরুণ নেতৃত্ব জয়পুরহাট-২ আসনের প্রচলিত রাজনৈতিক সমীকরণে নতুন চমক তৈরি করতে পারে।

উল্লেখ্য, ওমর আলী বাবু ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উদ্যোগ, শিক্ষা সহায়তা, সাইবার নিরাপত্তা সচেতনতা এবং যুব উন্নয়ন কর্মসূচি পরিচালনার মাধ্যমে কাজ করছেন। তার নেতৃত্বে “নিরাপদ জয়পুরহাট গড়তে” বেশ কয়েকটি সামাজিক ক্যাম্পেইন আলোচনায় আসে।

Post a Comment

Previous Post Next Post