Top News

রংপুরে পরিক্ষা দিতে এসে ১ মাসের জেল | Daily Bogra

 


রিয়াজুল হক সাগর, রংপুরঃ

খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পরীক্ষায় প্রক্সি দেয়ায় গোলাম রববানী নামের জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে একমাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৫ অক্টোবর) রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এই আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মাহবুবে সোবহানী। দন্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের টিওরমারী গ্রামে।  তিনি ওই কেন্দ্রে পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজন( রোল নম্বর ২২৮৩৮৪৬) নামের এক পরীক্ষাথীর সাথে মোট অংকের টাকার কনটাক্টে তার প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিস্কার করা হয়েছে। তিনি খ্যাদ্য বিভাগের আর কোন পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

রংপুরে ৪৬টি কেন্দ্রে ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর জন্য সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত খাদ্য অধিদপ্তরের চতুর্থ্ পর্যায়ের উপ খাদ্য পরিদর্শক পদে পরীক্ষা অুনষ্ঠিত  হয়।

Post a Comment

Previous Post Next Post