মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাটঃ
“মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, এবং দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভা শেষে মোটরসাইকেল চালকদের মধ্যে ২০টি মানসম্পন্ন হেলমেট বিতরণ করা হয়, যা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, বিআরটি’র পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মেহদী খান, ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সদস্যরা।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়।
সচেতন নাগরিক গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিগুলো সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Post a Comment