Top News

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ | Daily Bogra


মোঃ জাহিদুল ইসলাম, জয়পুরহাটঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কামারগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা এবং মোটরসাইকেলের চালক ছিলেন। আহতরা হলেন— ইসলামপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে নাঈম হোসেন (২২), পাইকরপাড়া গ্রামের খলিলের ছেলে হাবিবুল (১৮) ও ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুল তার দুই বন্ধু নাঈম ও ফিরোজকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বটতলী বাজার থেকে ক্ষেতলালের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা নাসির উদ্দিনের মোটরসাইকেলের সঙ্গে কামারগাড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত নাঈম, হাবিবুল ও ফিরোজকে পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নাঈমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাবিবুল জয়পুরহাট হাসপাতালে ভর্তি আছেন এবং ফিরোজ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

Post a Comment

Previous Post Next Post