জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে রোকেয়া বেগমকে (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী জহির উদ্দিন (৫২) আটক করেছেন পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। আটক জহির উদ্দিন একই গ্রামের মৃত অম্পা মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবীরুল ইসলাম। ওসি জানান, জহির ও রোকেয়ার দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। গতকাল রাতে জহির তাঁর স্ত্রীকে হত্যা করে বাড়ির টয়লেটের মধ্যে লুকিয়ে থাকেন।
ওসি আরও জানান, আজ সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ এসে জহিরকে অসুস্থ অবস্থায় আটক করে হাসপাতালে পাঠায়। এ ছাড়াও নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment