মো: এ কে নোমান, নওগাঁ প্রতিনিধিঃ
পলিটেকনিক শিক্ষার্থীদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের হুমকি, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং প্রকৌশল অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
গত বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে শিক্ষার্থীরা হাতে ব্যানার নিয়ে মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে প্রধান ফটক ঘুরে আবার ক্যাম্পাসেই শেষ হয়। এসময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
মিছিল শেষে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ নওগাঁ জেলা শাখার আয়োজনে সাত দফা দাবি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, নওগাঁ জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. জাকারিয়া মন্ডল এবং সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব মো. আবু হুরায়রা হাসিব।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি সভাপতি প্রকৌশলী এ কে এম নাজমুল আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. ফেরাউল ইসলাম, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. শাহাজান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আপেল হোসেন, এনামুল হক, আব্দুল্লাহ আল মামুন, রুহুল আমিন, সদস্য সচিব প্রকৌশলী তামিম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা প্রকৌশল অধিকারের তিন দফা দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন এবং ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
প্রধান অতিথি শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণে সহায়তার আশ্বাস দেন।
সভা শেষে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে স্লোগান দেন।
Post a Comment