Top News

হাকিমপুরে জামায়াতের কর্মী সম্মেলনে নির্বাচনী প্রস্তুতির ডাক | Daily Bogra

আলী মুর্তজা সরকার হিলিঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে স্থানীয় হাবিবপুরে আলিহাট ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মাহাবুবুর রহমান সভাপতিত্বে এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে জামায়াতকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, “প্রত্যেক শ্রেণীর ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। প্রথমে নিজের পরিবার থেকে শুরু করে আত্মীয়-স্বজন, প্রতিবেশী—সবার কাছে ভোট চাইতে হবে। শুধু একদিন নয়, বারবার গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন আদায় করতে হবে।” এ সময় তিনি ইউনিয়ন চেয়ারম্যান পদে সাবিরুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।


বিশেষ অতিথির বক্তব্যে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত বলেন, নির্বাচনে সচেতন থেকে সতর্কভাবে দাঁড়িপাল্লাকে আলীহাট ইউনিয়নে জয় করতে হবে। আমি জানি জামায়াতের আলীহাট ইউনিয়নের মানুষ যা বলে, তা করে দেখায়। তাই দাঁড়িপাল্লা মার্কায় জয় নিশ্চিত।

এছাড়া উপজেলা আমীর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম বলেন,আগামী নির্বাচনে ইউনিয়নের সাতটি কেন্দ্রের পরিবর্তে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে। সুষ্ঠু পরিবেশে দাঁড়িপাল্লা মার্কার জয় আমরা নিশ্চিত করতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর মাওলানা এনামুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

গোলাম রব্বানী 

হিলি, দিনাজপুর 

০১৭৭৪১৯৮২৭২

Post a Comment

Previous Post Next Post