Top News

পাঁচবিবিতে দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত | Daily Bogra


মোঃ আমজাদ হোসেনঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় পাঁচবিবি থানা চত্বরে মোঃ নিয়ামুল হক নবাগত (ভারপ্রাপ্ত) কর্মকর্তা পাঁচবিবি থানা এর আয়োজনে  ইমাইদুল জাহিদী তদন্ত কর্মকর্তা পাঁচবিবি থানা এর  সঞ্চালনায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম সভাপতি বি এন পি  উপজেলা শাখা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুহিন রেজা সার্কেল এসপি, পাঁচবিবি থানা।  আবদুর রব (বুলু) সভাপতি পাঁচবিবি উপজেলা বীর মুক্তিযোদ্ধা। মোঃ আহসান হাবিব সভাপতি পাঁচবিবি মডেল প্রেসক্লাব এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের দুর্গাপূজার কমিটি বিন্দুগণ বক্তব্য পেশ করেন। বক্তব্যে বক্তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক এবং সতর্কতামূলক কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের পরিশেষে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিয়ামুল হককে তার অফিস কক্ষে পাঁচবিবি মডেল প্রেসক্লাব এর পক্ষ থেকে সভাপতি মোঃ আহসান হাবিব, সহ সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোর্শেদ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।

Post a Comment

Previous Post Next Post