গোলাম রব্বানী স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামে ছেলের লাঠির আঘাতে নুরভানু বেগম (৫০) নামের মায়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর)সকালে উপজেলার আলিহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বগুড়া নেওয়ার পথে মায়ের মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে গ্রামবাসী বলছে ছেলেটি পাগল তার ব্রেনের সমস্যা আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পালশা পাঠানপাড়া গ্রামের মোঃ আলম সরকারের মেজ ছেলে মোঃ ওয়াজেদ আলী (২৭) সকালে তার মায়ের কাছে টাকা দাবি করেন। তার মা নুরভানু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে ওয়াজেদ হঠাৎ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মা নুরভানু কে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট রেফার করেন।পরে বগুড়ায় নেওয়ার পথে বিকেলে নুরভানু বেগম মারা যান।
নিহতের স্বামী মোঃআলম সরকার জানান, তাদের তিন সন্তানের মধ্যে ওয়াজেদ আলী মেজ ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বহুবার চিকিৎসা করানো হয়েছিল। আলম সরকারের ভাষ্য, আমার ছেলেটা মানসিকভাবে ভারসাম্যহীন,হঠাৎ কখন কী করবে বোঝা যায় না।
ওই গ্রামের বাসিন্দা ও পালশা পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক জানান, ওয়াজেদ আলী প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। গ্রামে ঘুরে বেড়ানো, দোকানে গিয়ে অযথা কথাবার্তা বলা, হাসিঠাট্টা করা এবং লোকজনের কাছে টাকা চাওয়াসহ নানা আচরণ তার দৈনন্দিন জীবনের অংশ ছিল।
তিনি আরও বলেন, বিগত দিনে তার বাবা অনেক চিকিৎসা করেছেন। কিন্তু লাভ হয় নাই।
এবিষয়ে হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে আমি নিজে পুলিশ চৌকস দল নিয়ে ঘটনা স্থলে দ্রুত যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছেলে আব্দুল ওয়াজেদকে পালশা পাঠানপাড়ার পাশের গ্রাম থেকে রাত পৌনে ৮টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
গোলাম রব্বানী
স্টাফ রিপোর্টার
০১৭৭৪১৯৮২৭২
Post a Comment