Top News

পাইকগাছার আদর্শ লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই সহায়তা প্রদানDailyBogra

 


পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ

শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে পাইকগাছার আদর্শ লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই সহায়তা প্রদান করা হয়েছে।


রবিবার(১৮ জানুয়ারি) এ কর্মসূচির আওতায় পাইকগাছা কলেজের অনার্স প্রথম বর্ষের দুইজন শিক্ষার্থী, কপিলমুনি স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী এবং কপিলমুনি মেহেরুন্নেসা স্কুলের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীর হাতে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী ও বই তুলে দেওয়া হয়।


বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মোঃ হাসান উজ জামান, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ গাজী, প্রচার সম্পাদক বাকি বিল্লাহ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক মাওঃ লুৎফর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ ফকিরসহ লাইব্রেরির অন্যান্য সদস্যবৃন্দ।


এসময় বক্তারা বলেন, আদর্শ লাইব্রেরি ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা সহায়ক কার্যক্রম অব্যাহত রাখবে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বই পাঠের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।

Post a Comment

Previous Post Next Post